সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম এ বিগত ৩ বছরে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব এবং ১০ম থেকে ২০ গ্রেডের মোট ২,৫৬৩ জন, ওয়ার্কশপের মাধ্যমে ৯৬৩ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া জুলাই ২০২০ হতে জুন ২০২৩ পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিসের ১১০ জন প্রশিক্ষণার্থীকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং ২০ জন প্রশিক্ষণার্থীকে বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য ক্লাশরুমসমূহ আধুনিকায়নের লক্ষ্যে শ্রেণী কক্ষে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণার্থীগণ আরপিএটিসি, চট্টগ্রামের লাইব্রেরীতে জুন ২০২১ হতে লাইব্রেরী ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘কোহা’ (koha) ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ক্যাটালগ, অনলাইন সার্চ, অনলাইন সার্কুলেশন, বারকোড, প্রিন্টিং, অনলাইন রেজিস্ট্রেশন প্রভৃতি সুবিধা লাভ করেন। কেন্দ্রের ক্রয় সংক্রান্ত বিষয়াদি অধিকতর স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে ২০২১-২০২২ অর্থ বছর হতে e-GP সিস্টেমের মাধ্যমে ক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধার মানোন্নয়নে অফিসার্স কোয়ার্টার ও পুরাতন ডরমিটরি ভবন সংস্কার করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে অফিসার্স ডরমিটরী-কাম-স্টাফ কোয়ার্টারের লিফট স্থাপনসহ ১০ম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস