চট্টগ্রাম আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি, চট্টগ্রাম) সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিয়ন্ত্রণাধীন চারটি বিভাগীয় শহরে অবস্থিত চারটি আরপিএটিসি’র মধ্যে অন্যতম একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে এক মনোরম পরিবেশে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় এই প্রতিষ্ঠানটির অবস্থানগত গুরুত্ব বিদ্যমান রয়েছে।
সরকারি, আধা-সরকারি, সেক্টর করপোরেশন ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার কর্মকর্তা এবং কর্মচারিদের ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধির তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
১৯৮৪ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল রাষ্ট্রপতির ২৬ নং অধ্যাদেশ অনুযায়ী সাবেক বাংলাদেশ এডমিনিষ্ট্রেটিভ ষ্টাফ কলেজ (বিএএসসি), ন্যাশনাল ইনষ্টিটিউট অব পাবলিক এ্যাডমিনিষ্ট্রেশন (নিপা), সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমী (কোটা), ষ্টাফ ট্রেনিং ইনষ্টিটিউট (এসটিআই) একীভূত হয়ে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসমূহ (আরপিএটিসি) প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠালঘ্ন (১৯৮৪ সালের ২৮ এপ্রিল) হতে আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয়ভাবে প্রশিক্ষণ র্কাযক্রম পরিচালনা করে আসছে। বিপিএটিসি’র এমডিএস (পিএন্ডএস) এর অধীনে এসটিএন্ডটিওটি অনুবিভাগ-এর সরাসরি তত্ত্বাবধানে আরপিএটিসিসমূহ পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস